এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছেন জয়নুল আবেদিন

নোয়াখালী -২ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক মন্তব্য করেছেন যে, নানা প্রতিবন্ধকতার মধ্যেও অন্তর্বর্তীকালীন এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর সম্ভাবনা নেই। যারা ১৬ বছর কোনো ভোট দিতে পারেনি, তাদের ভোটের মাধ্যমে এমন সরকার গঠিত হবে, যে সরকার গণতন্ত্র, সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।রবিবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারি ফারুক বাবুলসহ অনেকে।উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী,

এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছেন জয়নুল আবেদিন

নোয়াখালী -২ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক মন্তব্য করেছেন যে, নানা প্রতিবন্ধকতার মধ্যেও অন্তর্বর্তীকালীন এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর সম্ভাবনা নেই। যারা ১৬ বছর কোনো ভোট দিতে পারেনি, তাদের ভোটের মাধ্যমে এমন সরকার গঠিত হবে, যে সরকার গণতন্ত্র, সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।

রবিবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারি ফারুক বাবুলসহ অনেকে।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow