সম্প্রতি চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম বিমানবন্দরে ৭ নির্দেশনা মানতে বলা হয়েছে। এতে মাস্ক পরিধানসহ স্যানিটাইজার ব্যবহার ও কমপক্ষে ৩ ফুট দূরত্ব মানার অনুরোধ করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধে সাতটি নির্দেশনার কথা উল্লেখ করা হয়।
এগুলো হলো শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার, হাঁচি-কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা, ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলা, হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবানপানি দিয়ে হাত ধোয়া।
এ ছাড়া আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা, ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, শ্বাসকষ্টে ভুগলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার কথা বলা হয়েছে।