এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

3 months ago 8

এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ ও গেট অবরুদ্ধ করার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে অবস্থান নিলেও কিছুক্ষণ পর ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশ করে এবং তালাবদ্ধ করে দেয়। নামাজের সময় মুসল্লিদের প্রবেশে বাধা সৃষ্টি হলে পুলিশ ও মুসল্লিরা একত্র হয়ে তাদের গেটের বাইরে সরিয়ে দেয়। পরে তারা আবার ভেতরে প্রবেশ করে আন্দোলন চালিয়ে যেতে থাকে।

এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রায় ৪০ মিনিট আলোচনা করে। আলোচনার পর তারা জানায়, আগামী ১৯ জুনের মধ্যে আন্তঃশিক্ষা বোর্ডগুলো পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনায় বসবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করে, দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। তারা অন্তত দুই মাস পরীক্ষার সময় পেছানোর দাবি জানায় এবং জানায়, দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে আন্দোলন চলছে।

শিক্ষার্থীরা আরও জানান, বোর্ডগুলো যদি তাদের দাবির পক্ষে অবস্থান নেয়, তাহলে তারা শিক্ষা মন্ত্রণালয় ও উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে।

ঘটনার সময় শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত দুপুর ২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা সারা দেশে শুরু হওয়ার কথা রয়েছে ২৬ জুন থেকে।

Read Entire Article