এইচএসসির ইংরেজিতে অনুপস্থিতি বেড়েছে প্রায় আড়াই হাজার

2 months ago 5

এইচএসসি ও সমমানের তৃতীয় দিনে মঙ্গলবার (১ জুলাই) ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার চেয়ে অনুপস্থিতি বেড়েছে প্রায় আড়াই হাজার। মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিমের বাংলা বিষয় পরীক্ষায়ও এদিন অনুপস্থিতি বেড়েছে। তবে কারিগরি বোর্ডে অনুপস্থিতি একই রয়েছে।

এদিন বহিষ্কারও বেড়েছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট বহিষ্কার হয়েছেন ৬২ জন। এরমধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ইংরেজি বিষয়ের পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৩৯ জন। আর মাদরাসা বোর্ডে ৮ জন এবং কারিগরিতে ১৫ জন বহিষ্কার হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এদিন সারা দেশের এক হাজার ৬০০টি কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১০ লাখ ১১ হাজার ৪৮৬ জন। তবে অংশ নেন ৯ লাখ ৯৩ হাজার ২৫৫ জন। এদিন অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ২৩১ জন।

এর আগে রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৮৯৮ জন। সেই হিসাবে একদিনের ব্যবধানে অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিতি বেড়েছে ২ হাজার ৩৩৩ জন।

মাদরাসা বোর্ডের অধীনে আলিমে সারাদেশে ৪৫৯টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ১৫৬ জন। অংশ নেন ৭৯ হাজার ৫২৫ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৬৩১ জন। এর আগের দিন মাদরাসা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৯১ জন। সে হিসাবে এদিন অনুপস্থিতি বেড়েছে ১৪০ জন।

কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় সারাদেশের ৭৩৩ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১ হাজার ২৯১ জন। অংশ নেন ৯৯ হাজার ২৮৯ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ২ জন। এর আগে গত ২৯ জুনও একই সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

কোন বোর্ডে কত বহিষ্কার
ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৩৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে ৭ জন, রাজশাহীতে একজন, কুমিল্লায় চারজন, যশোরে দুজন, চট্টগ্রামে ৫ জন, সিলেটে দুজন, বরিশালে ৫ জন, দিনাজপুরে ৬ জন ও ময়মনসিংহে ৭ জন।

অন্যদিকে মাদরাসা বোর্ডের অধীনে আলিমের বাংলা পরীক্ষায় সারাদেশে বহিষ্কার হয়েছেন ৮ জন। আর কারিগরি বোর্ডের অধীনে বহিষ্কার হয়েছেন ১৫ জন পরীক্ষার্থী।

এএএইচ/এমকেআর/এমএস

Read Entire Article