এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী। এদিন অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪১ পরীক্ষার্থী। এছাড়া একজন পরিদর্শকও বহিষ্কার হয়েছেন।
রোববার (২৯ জুন) বিকেল ৫টার দিকে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। সেই হিসাবে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে অনুপস্থিত বেড়েছে ২ হাজার ৬৩২ জন
এএএইচ/জেএইচ/জেআইএম