নুরুজ্জমান নয়নের লক্ষ্য বেশ পরিষ্কার। হতে চান দেশের সর্বোচ্চ গোলকিপিং কোচ। সেজন্য মাঠে-ময়দানে গোলকিপিং কোচ হয়ে কাজ করার পাশাপাশি একের পর এক ডিগ্রি অর্জন করে চলেছেন। শুধু কোচিংয়ের জন্যই নয়, এত সব ডিগ্রির পেছনে আরও একটি কারণও আছে। সামনের দিকে গোলকিপার তৈরিতে রাখতে চান দারুণ ভূমিকা। তাই তো সবশেষ মালয়েশিয়া থেকে বাংলাদেশের একমাত্র গোলকিপিং কোচ হয়ে এএফসি গোলকিপিং টিউটরস কোর্সও করেছেন নয়ন।... বিস্তারিত