জাপানের রাজধানী টোকিওর করাকুয়েন হলে অনুষ্ঠিত হওয়া টোকিও ইভেন্টে ১২ রাউন্ডে বক্সিংয়ে গেল ২ আগস্ট রিংয়ে লড়াইয়ে নেমেছিল শিগেতোশি কোটারি এবং ইয়ামাটো হাটার। খেলা ড্র হলেও লড়াই শেষে রিংয়ে লুটিয়ে পড়েছিলেন কোটারি। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে জানা যায়, সাবতুরাল হেমাটোমার জন্য তার মাথায় অস্ত্রোপচার করতে হবে। কারণ, তার মাথার পেছন দিকে খুলিতে এবং মস্তিষ্কের মধ্যে রক্ত জমাট বেঁধে... বিস্তারিত