দীর্ঘ দিন ধরে ইরানের আলিপোর আরজি বাংলাদেশ ভলিবল দলের কোচ ছিলেন। আন্তর্জাতিক প্রতিযোগিতা হলেই ইরানের কোচের ডাক পরতো। এবার নতুন অ্যাডহক কমিটি আসার পর আলিপোর আরজি-কে ডাকেনি। তার জায়গায় স্বদেশী বংশোদ্ভূত জাপানের নাগরিক রায়ান মাসাজেদিকে নিয়োগ দিয়েছে।
৪৬ বছর বয়সী রায়ানের অভিজ্ঞতা কম নয়। ইরান জাতীয় দলে খেলেছেন। ছিলেন সহকারী কোচও। ২০২২ সালে জাপানের নাগরিকত্ব নেন। জাপান ছাড়াও কোচিং করিয়েছেন... বিস্তারিত