পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি এলাকার জেলে বাবুল মাঝির জালে ধরা পড়লো এক কেজি ৮৮০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।
সোমবার (১৮ জুলাই) সকালে সমুদ্রে গিয়ে জাল তুলতেই ইলিশটি ওঠে। পরে বিকালে মাছটি কুয়াকাটার স্থানীয় মৎস্য আড়তের (মেয়র বাজারে) নিয়ে এলে রাসেল ফিসের মাধ্যমে মাছটি নিলামে পাঁচ হাজার ৮৭৫ টাকায় কিনে নেন সানজিদা ফিসের স্বত্বাধিকারী রফিক পাটোয়ারী। নিলামে এক লাখ ২৫ হাজার টাকা মণ দরে প্রতি তিন হাজার... বিস্তারিত