এক ফ্রেমে সৃজিত-মিথিলা-আইরা

চলমান গুঞ্জনের ঝড়ে যখন তাদের সংসারকে ঘিরে তৈরি হচ্ছিল এক অনিশ্চিত কুয়াশা, তখন যেন বজ্রপাতের মতো নেমে এলো এমন এক ছবি, যেখানে দেখা যায় সৃজিত-মিথিলা-আইরা এক ফ্রেমে বন্দি। বিচ্ছেদের কানাঘুষা, সম্পর্কের ভাঙনের দীর্ঘদিনের জল্পনা, সবকিছুকে উপেক্ষা করে ছবিটি মুহূর্তেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি নেটিজেনদের মধ্যে ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। মূলত, এই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিচ্ছেন।  কিন্তু অনুসন্ধানে জানা যায়, এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল, অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা ফের এক হয়েছেন- এটা নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই। এদিকে, মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। এই বিষয়ে মিথিলাও সম্প্রতি এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন।  সে সময় মিথিলা বলেছিলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্য

এক ফ্রেমে সৃজিত-মিথিলা-আইরা
চলমান গুঞ্জনের ঝড়ে যখন তাদের সংসারকে ঘিরে তৈরি হচ্ছিল এক অনিশ্চিত কুয়াশা, তখন যেন বজ্রপাতের মতো নেমে এলো এমন এক ছবি, যেখানে দেখা যায় সৃজিত-মিথিলা-আইরা এক ফ্রেমে বন্দি। বিচ্ছেদের কানাঘুষা, সম্পর্কের ভাঙনের দীর্ঘদিনের জল্পনা, সবকিছুকে উপেক্ষা করে ছবিটি মুহূর্তেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি নেটিজেনদের মধ্যে ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। মূলত, এই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিচ্ছেন।  কিন্তু অনুসন্ধানে জানা যায়, এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল, অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা ফের এক হয়েছেন- এটা নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই। এদিকে, মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। এই বিষয়ে মিথিলাও সম্প্রতি এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন।  সে সময় মিথিলা বলেছিলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ সঞ্চালক যখন সরাসরি জানতে চান সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা, তখন মিথিলা রহস্য রেখে উত্তর দেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।’ তবে সৃজিত এখনও তার স্বামী কিনা, এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।’ শেষ পর্যন্ত রহস্যের জাল আরও ঘনীভূতই হলো। মিথিলার নীরবতা আর সেই ভাইরাল ছবির রহস্য যেন প্রশ্নের চেয়ে উত্তর কম তৈরি করছে। এখন দেখার বিষয়,এই গুঞ্জনের মাঝে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন কিনা, নাকি সময়ের স্রোতে সবটাই হারিয়ে যাবে বিনোদন জগতের আরেকটি ইতিহাসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow