২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ছয় জনের মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আঞ্জুমান ইসলামের কাছে ওই ছয় লাশ হস্তান্তর করা হয়। নিহতদে মধ্যে এক জন নারী (৩২), বাকিরা পুরুষ। তাদের বষয় আনুমানিন ২৫ থেকে ৩০ এর মধ্যে।
গত এক বছর ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পড়েছিল ওই ছয় মরদেহ। এ সময়ে তাদের খোঁজে আসেননি কেউ। এতে অজ্ঞাত... বিস্তারিত