এক বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়েন সড়কে, চাপা দেয় আরেক বাস

3 months ago 36

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই বাসের ধাক্কা ও চাপায় মিলন ব্যাপারী (৩০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বোয়ালিয়া থেকে দুই যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন মিলন। পথে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সীমান্ত এক্সপ্রেস বাস পেছন থেকে রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশা উল্টে যাত্রীসহ চালক মহাসড়কে ছিটকে পড়েন। এসময় পেছনে থাকা রংপুর থেকে রাজশাহীগামী পথের সাথী বাস রিকশাচালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন ব্যাপারী নিহত হন। পরে স্থানীয়রা আহত দুই যাত্রী শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘাতক বাস দুটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। মিলনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ এইচ শামীম/কেএসআর

Read Entire Article