এক মাছের দাম ৭৫ হাজার টাকা

2 hours ago 4
পদ্মা নদীতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাগাড় মাছ। প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা করে মোট ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। পদ্মা-যমুনার উজানে পাবনা কাজীর হাট এলাকায় জেলে ধুনাই হালদারের জালে ধরা পড়ে এ মাছ। সোমবার (২০ জানুয়ারি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে উন্মুক্ত নিলামে সম্রাট মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাজাহান ১ হাজার ৬০০ টাকা দরে ৭১ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।    এ সময় নৌকা থেকে মাছটি উঁচু করে তুলে আনার সময় উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমান। পরে তিনি মাছটি তার অনলাইন পেজে ছাড়লে ১ হাজার ৮০০ টাকা দরে ৭৫ হাজার ৬০০ টাকায় কিনে নেন একজন। শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাজাহান কালবেলাকে জানান, পদ্মায় অনেক সময় বড় বড় মাছ ধরা পড়ে। এগুলো ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়। তাছাড়া অনেক প্রবাসী তার বাবা-মা ও আত্নীয়স্বজনের জন্য বড় মাছগুলো কিনে নিয়ে তাদের উপহার দেন। শৌখিন মানুষ ছাড়া এত বড় মাছ বিক্রি করা যায় না।
Read Entire Article