এক ম্যাচে ৩৪ পেনাল্টি শ্যুট, কারাবাও কাপে নতুন রেকর্ড

1 month ago 22

শিরোনাম দেখে হয়তো অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এক ম্যাচে কী করে এত পেনাল্টি হয়! কিন্তু ইংলিশ কারাবাও কাপে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম ও প্রিস্টন নর্থ এন্ডের মধ্যকার ম্যাচে সেটিই হয়েছে।

মূল সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকার শ্যুটে ম্যাচের ফলাফল বের করে আনার সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। এরপরই নাটকীয় এই ঘটনার আবির্ভাব ঘটে।

ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত দুই দলকে মোট ৩৭ টি পেনাল্টি শ্যুট নিতে হয়। কারাবাও ইতিহাসের এর আগে এত বেশি পেনাল্টি শ্যুটের রেকর্ড নেই।

ইতিহাস গড়া এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় ফুলহাম। ১৬-১৫ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্রিমিয়ার লিগের ক্লাবটির।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলায় ফুলহামের জয়সূচক পেনাল্টি শ্যুটটি করেন রায়ান লেডসন। দলের ১৭তম শ্যুটে গোল করেন তিনি। অন্যদিকে প্রিস্টন নর্থ এন্ডের ১৭তম শ্যুটটি মিস করেন তিমোথি কাস্ট্যাগনে। এরপর ফুলহামের সেকি উচ্ছ্বাস!

এমএইচ/এএসএম

Read Entire Article