এক সপ্তাহে গুগলে কী খুঁজেছে বাংলাদেশ?

2 months ago 14

গত জুলাই মাস থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ। যার ফলে গত ৫ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন ঘিরে বেশ কিছুদিন ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছিল। শেখ হাসিনার পতনের পর থেকে স্বাভাবিক হয়েছে ইন্টারনেট ব্যবহার।

আন্দোলন চলাকালীন এবং শিক্ষার্থীদের বিজয়ের পর মিলে গত এক সপ্তাহে গুগলে কিছু বিষয়ে বেশি সার্চ করেছে বাংরাদেশের ব্যবহারকারীরা। ৭ আগস্ট বিকেল ৫টা ২৩ মিনিট পর্যন্ত সবেচেয়ে বেশি সার্চ করা হয়েছে কিছু বিষয়ে। তারই একটি পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে।

সার্চে সেরা পাঁচটি টপিকে রয়েছে—আগস্ট মাস, ঢাকা নিউজ বাংলাদেশ, ইসরায়েল-মধ্যপ্রাচ্যের দেশ, বিমানবন্দর, ইরান-ইসরায়েল সংঘাত। আর সেরা পাঁচটি কোয়ারি (জিজ্ঞাসা) ছিলো—শেখ হাসিনা নিউজ, ইরান-ইসরায়েল, তারেক জিয়া, রাধিকা-অনন্ত আম্বানি, নগদ।

এক সপ্তাহে গুগলে কী খুঁজেছে বাংলাদেশ?

দেখা গেছে, এর মধ্যে ৩টি টপিক ও ২টি কোয়ারি ছিল চলমান বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। সার্চ টপিকের এক নম্বরে উঠে আসে ছাত্র আন্দোলনের বিজয়ের মাস ‘আগস্ট’। সার্চ কোয়ারির এক নম্বরে উঠে আসে ‘শেখ হাসিনা নিউজ’।

এসইউ/জিকেএস

Read Entire Article