এক স্পেলে টানা ২৮ ওভার মাহারাজের, বিপদে ওয়েস্ট ইন্ডিজ

2 months ago 21

দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মাহারাজ অসাধ্য সাধন করলেন। এক স্পেলে টানা ২৮ ওভার বল করলেন তিনি। পোর্ট অব স্পেনের মিডিয়া সেন্টার প্রান্ত থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরে তুলে নেন ৩ উইকেট। ১২৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে মোটামুটি বিপদেই পড়েছে ক্যারিবীয়রা।

পোর্ট অব স্পেনে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিলো ৩৫৭ রান। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকান বোলারদের ঘূর্ণির মুখে একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। তৃতীয় দিনের খেলা ৯০ মিনিট আগে শেষ হয়ে যায়। না হয, মাহারাজের এক স্পেলে টানা ওভার আরও বাড়তে পারতো।

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা মোট ৫জন বোলার ব্যবহার করেছেন। মাহারাজকে চার নম্বর বোলার হিসেবে বোলিংয়ে আনেন এবং একটানা বল করিয়ে যান। ২৮ ওভারে ১৩টি মেডেন নেন তিনি। রান দিয়েছেন ৪৫টি। উইকেট নেন ৩টি। মাহারাজের কাছ থেকে ওভারপ্রতি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা রান নেন ১.৬০ করে।

ওয়েস্ট ইন্ডিজের বাকি উইকেটটি রানআউটের খাঁড়ায় পড়ে। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৫ রান করে আউট হন।

মূলতঃ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা শুকনো উইকেটে রানই করতে পারেনি। ক্রেইগ ব্র্যাথওয়েট এবং মিকাইল লোইস মিলে ৫৩ রানের জুটি গড়ে তোলেন। ১৩১ বলে ৩৫ রান করে ব্র্যাথওয়েট। ৯০ বলে মিকাইল লোইস করেন ৩৫। কেসি কার্টি ৮১ বলে ৪২ রান করে আউট হন। অ্যালিস অ্যাথানাজে ২০ বলে ৩ রান করে আউট হন।

বাজে আবহাওয়ার কারণে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৬৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ১১ রানে কাভেম হজ এবং ১৩ রানে ব্যাট করছেন জ্যাসন হোল্ডার।

আইএইচএস/

Read Entire Article