৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে একই ক্যাডারে পাঁচ শতাধিক প্রার্থীকে দুইবার সুপারিশ (রিপিট ক্যাডার) করা হয়েছে। ফলে পদগুলো ফাঁকা থেকে যাবে। আবার অনেকে মৌখিক পরীক্ষায় পাস করলেও ক্যাডার পদে সুপারিশ পাননি। আবার একই ক্যাডারে সুপারিশপ্রাপ্তরাও ভালো অবস্থানে যেতে না পারায় হতাশ হয়েছেন।
রিপিট ক্যাডার বা একই ক্যাডারে দুইবার সুপারিশ ঠেকানোর উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন থেকে মৌখিক পরীক্ষার আগে প্রার্থীরা পুনরায় চয়েজ ফর্ম (পছন্দক্রম পরিবর্তন) পূরণের সুযোগ পাবেন। আগামী ৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা থেকে এ নিয়ম চালু করা হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এএএইচ/এএমএ/জেআইএম