একজন ডাক্তার, যিনি বিশ্ব বদলাতে চেয়েছিলেন
১৯২৮ সালের ১৪ জুন, আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম চে গুয়েভারার। মা–বাবা দুজনই শিক্ষিত ছিলেন। কিন্তু ছোট থেকেই চে হাঁপানিতে ভুগতেন। ডাক্তাররা বলেছিলেন, ঠান্ডা জায়গায় থাকতে হবে। তাই তাঁর পরিবার এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত। শারীরিক অসুস্থতা সত্ত্বেও চে কখনো হার মানেননি। তিনি রাগবি খেলতেন, সাঁতার কাটতেন, প্রচুর বই পড়তেন। নিজের রোগের সঙ্গে লড়াই করেই তিনি বুঝেছিলেন মানুষের দুঃখ বোঝার নামই জীবন।
১৯২৮ সালের ১৪ জুন, আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম চে গুয়েভারার। মা–বাবা দুজনই শিক্ষিত ছিলেন। কিন্তু ছোট থেকেই চে হাঁপানিতে ভুগতেন। ডাক্তাররা বলেছিলেন, ঠান্ডা জায়গায় থাকতে হবে। তাই তাঁর পরিবার এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত। শারীরিক অসুস্থতা সত্ত্বেও চে কখনো হার মানেননি। তিনি রাগবি খেলতেন, সাঁতার কাটতেন, প্রচুর বই পড়তেন। নিজের রোগের সঙ্গে লড়াই করেই তিনি বুঝেছিলেন মানুষের দুঃখ বোঝার নামই জীবন।