বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। তারা বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হল আমাদের অঙ্গীকার।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলা দলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই দলটি সব ধরনের সাপোর্ট দিতে আপনাদের পাশে দাঁড়িয়ে আছে এবং থাকবে।
পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আরোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধার সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
কাজল কায়েস/কেএইচকে/এএসএম

13 hours ago
7









English (US) ·