একটি বিশেষ দলের হস্তক্ষেপে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে

2 hours ago 3

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, সরকার সংস্কার শুরু করেছে। প্রথমে ১১টি কমিশন, পরে ৬টি নিয়ে ঐক্যমত্য কমিশন করা হয়েছে। দীর্ঘ ৩ মাস ধরে বৈঠকের পর বৈঠক হচ্ছে। কিন্তু দিনশেষে বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধাপ্রাপ্ত হচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারে রেজিস্ট্রারি মাঠে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, ‌ফ্যাসিবাদী শাসনামলে যা ঘটেছে, বর্তমান সরকার তা না করলেও কোনো কোনো দল নিজের তালের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঘাট দখল, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। আর এক্ষেত্রে সরকার কঠোর হস্তে দমনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, সরকার জুলাই ঘোষণাপত্র দিয়েছে। কিন্তু জুলাইয়ের স্পিরিট ধারণের পরিবর্তে বিশেষ জাতিগোষ্ঠীর অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছে। যার কারণে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

সমাবেশ শেষে একটি মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

আহমেদ জামিল/এমএন/এমএস

Read Entire Article