একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে : ব্যারিস্টার খোকন

8 hours ago 10
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, একটি রাজনৈতিক দল রাজনীতির নামে জান্নাতের টিকিট বিক্রি করছে। কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দল যেমন নির্বাচন কমিশনের সব শর্ত মেনে নিবন্ধন নিয়েছে, তেমনিভাবে জামায়াতে ইসলামীও নিবন্ধন নিয়েছে। তাহলে তাদেরকে ভোট দিলে কীভাবে একজন ভোটার জান্নাতে যাবে?  শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর স্কুল অ্যান্ড কলেজ হলরুমে ওলামাদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন বলেন, ইসলামের স্তম্ভ ৫টি। কালেমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাত। আপনার ইমান আমলের ওপর ভিত্তি করে পরকালে আল্লাহ তায়ালা জান্নাত-জাহান্নাম নির্ধারণ করবে। তাই আপনাদের সতর্ক থাকতে হবে এসব ব্যাপারে। তিনি বলেন, ২৭ বছর ধরে বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন কিন্তু হঠাৎ করে মোনাফিকের মতো আচরণ করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলছেন স্বৈরাচারী হাসিনা সরকারের নেতাদের বিচার করতে হবে; তখন থেকেই জামায়াতে ইসলামীর নেতারা উল্টাপাল্টা কথা বলছেন। নোয়াখালী জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাও. শরাফত উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, আনিছ আহমেদ হানিফ।
Read Entire Article