বলিউড নবাব সাইফ আলী খান। চিকিৎসকদের কঠিন পর্যবেক্ষণে আছেন তিনি। এরইমধ্যে ভারতীয় গণমাধ্যম পিংকভিলার সূত্রে জানা গেছে, আজ একটু হেটেছেন এই অভিনেতা।
সাইফ বর্তমানে ভারতের লীলাবতী হাসপাতালে চিতিৎসাধীন আছেন। সেখানকার প্রধান নিউরোসার্জন ড: নিতিন ডাঙ্গের তথ্য অনুযাী, অস্ত্রোপচারের পর সাইফের শরীর উন্নতির দিকে যাচ্ছে। ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত এই অভিনেতাকে আইসিইউতে রাখা হয়েছে।
এরপর এই ডাক্তার আরও জানান, আজ তাকে একটু হাঁটানো হয়। পরিক্ষা করা হয় তার শরীরের ক্ষত ও অন্যান্য আঘাতের সঙ্গে ব্যথার পরিমাণ কেমন। এ ছাড়া তার প্যারামিটারও উন্নত হয়েছে।
এদিকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।