একটুকরা সোনালি রোদের প্রতীক্ষা
নিয়মমাফিক শীত আসে, শীত যায়; শীতের রিক্ততা শেষে নব নব স্বপ্ন নিয়ে বসন্ত আসে ধরায়। চারপাশ আবার মুখরিত হয় ফুলে-ফলে, রক্তরঙিন কুঞ্জে রঞ্জিত হয় মানুষের উৎফুল্ল মন। কিন্তু ফুটপাতে চোখ বুজে ঠান্ডা সহ্য করা প্রাণীগুলোর জীবনে বসন্ত ধরা দেয় না কোনো কালেই। আজীবন শীতের প্রখরতা বয়ে বেড়ায় তারা—একটুকরা সোনালি রোদের অপেক্ষায়।
নিয়মমাফিক শীত আসে, শীত যায়; শীতের রিক্ততা শেষে নব নব স্বপ্ন নিয়ে বসন্ত আসে ধরায়। চারপাশ আবার মুখরিত হয় ফুলে-ফলে, রক্তরঙিন কুঞ্জে রঞ্জিত হয় মানুষের উৎফুল্ল মন। কিন্তু ফুটপাতে চোখ বুজে ঠান্ডা সহ্য করা প্রাণীগুলোর জীবনে বসন্ত ধরা দেয় না কোনো কালেই। আজীবন শীতের প্রখরতা বয়ে বেড়ায় তারা—একটুকরা সোনালি রোদের অপেক্ষায়।