একইদিনে তিন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত এসব বৈঠকে জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট, চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয়ের বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (২ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব বৈঠক হয়।
দিনের প্রথম বৈঠক শুরু হয় বিকেল ৩টা ২০ মিনিটে। এতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
- আরও পড়ুন
- হাতপাখার সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ: ফারুক
- বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়: তারেক রহমান
বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ইসমাইল সম্রাট ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। বৈঠকে উভয় পক্ষ দেশের চলমান সংকট এবং সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
এরপর বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৪৭ মিনিট পর্যন্ত বৈঠক হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে। এতে বিজেপির পক্ষে অংশ নেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, মহাসচিব আব্দুল মতিন সাউদ, যুগ্ম মহাসচিব আকবর হোসেন, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ এবং সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর। এ বৈঠকেও বিএনপির পক্ষে একই নেতারা উপস্থিত ছিলেন।
এদিন বিকেল ৫টা ৫ মিনিটে শুরু হয় দিনের তৃতীয় বৈঠক, যেখানে বিএনপির লিয়াজোঁ কমিটি বৈঠকে বসে আমজনতা দলের নেতাদের সঙ্গে। বৈঠকে আমজনতা দলের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান এবং সাধারণ সম্পাদক তারেক রহমান।
কেএইচ/কেএসআর/জিকেএস