দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫০ জনই বরিশালের বাসিন্দা। তবে, এসময় নতুন করে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে বরিশালেই ৫০ জন। ঢাকা দক্ষিণে ৬, চট্টগ্রাম ও সিলেটে দুইজন করে, ময়মনসিংহ ও রংপুরে একজন করে রোগী রয়েছে।
বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা পানি জমে থাকছে, যার কারণে এডিস মশার প্রজনন বাড়ছে। ডেঙ্গুর প্রকোপও বাড়ছে।
এসইউজে/এমএএইচ/জেআইএম

 4 months ago
                        14
                        4 months ago
                        14
                    








 English (US)  ·
                        English (US)  ·