একদিনে ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত 

2 months ago 10

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে মোট ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

রোববার (০৮ জুন) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এর আগে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার (০৫ জুন) দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চার জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। সবাই ঢাকার বাসিন্দা। এ ছাড়া করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, অন্যদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এ ছাড়া করোনায় এখন পর্যন্ত দেশে ২৯ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

Read Entire Article