একমাসে শতভাগ বাংলা পড়াতে শপথ নিলেন শিক্ষকরা

1 week ago 14

দিনাজপুরের বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ বাংলা বিষয়ে পঠনদক্ষতা নিশ্চিত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আগামী এক মাসের মধ্যে বাংলাপঠন দক্ষতা নিশ্চিত করতে শিক্ষকদের শপথ বাক্য পাঠ করানো হয়।

রোববার (২৯ ডিসেম্বর) পৌর শহরের ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অডিটরিয়ামে কেটরাহাট ক্লাস্টারের আয়োজনে প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়।

সভায় কেটরা হাট ক্লাস্টারের পঞ্চাশটি বিদ্যালয়ের প্রধান ও সহকারী ১৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন ও আল সিরাজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

Read Entire Article