বিপিএল শেষ হতে না হতেই ভেতরে ভেতরে চলছে ঢাকাই ক্লাব ক্রিকেটের দল গড়ার কাজ। দল বদলের আগেই বইছে গরম হাওয়া। ক্রিকেটারদের পাশাপাশি কোচদের দল বদলের হিড়িক পড়েছে।
ধরেই নেয়া হচ্ছে সাকিব ও মাশরাফি বিহীন প্রিমিয়ার ক্রিকেট লিগ হতে যাচ্ছে এবার। পঞ্চপান্ডবের দুই বড় তারা- তামিম ও মুশফিক দল পাল্টে এবার মোহামেডানে। সাদা-কালোয় থেকে যাচ্ছেন রিয়াদও। এর বাইরে মেহেদি হাসান মিরাজের দলও এবার মোহামেডান।
নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেককে রেখে ভাল দল গড়ার কাজ চালিয়ে যাচ্ছে আবাহনীও। পাশাপাশি জাকের আলী অনিকসহ আরও কয়েকজন উদয়ীমান তারকার নতুন ঠিকানা এবার লিজেন্ডস অব রুপগঞ্জ। এর বাইরে প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংকও ভাল দল গড়ার কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে দল বদলের আগে এবার কোচ বদলে হিড়িক ঢাকার ক্লাব ক্রিকেটে। কোনো কোনো ক্ষেত্রে পুরনো কোচ বাদ দিয়ে নতুন কোচ নিয়োগের ঘটনাও ঘটছে। তেমনি এক ঘটনা ঘটেছে খালেদ মাহমুদ সুজনের ক্ষেত্রে।
প্রায় এক যুগের বেশি সময় আবাহনীতে কাটানো এবং আকাশী-হলুদ জার্সির সাফল্যের নেপথ্য কারিগর বনে যাওয়া জাতীয় দলের এ সাবেক অধিনায়ক এবার আর থাকছেন না আবাহনীতে। ধারনা করা হচ্ছে, প্রিমিয়ার ক্রিকেটে আবার ফিরে আসা গুলশান ইয়ুথ আর শাইন পুকুরের কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।
খালেদ মাহমুদ সুজন নিজেই আজ বিকেলে জাগো নিউজকে এ তথ্য দিয়েছেন। সুজন বলেন, ‘আবাহনী আমাকে না করে দিয়েছে। আমি দল গোছানোর কাজ করে দিয়েছি। আমার সাথে কথা বলে যাব যাব করেও দল ছাড়েনি নাজমুল শান্ত আর মোসাদ্দেক। তাদের আবাহনীতে ধরে রাখার মিশনে আমি কার্যকর ভূমিকা রেখেছি; কিন্তু তিনদিন আগে আমাকে মোসাদ্দেক ফোন করে বললো, স্যার আপনাকে এবার আর কোচ রাখবে না আবাহনী। আপনার বদলে হান্নান ভাইকে (হান্নান সরকার) কোচের দায়িত্ব দিয়েছে আবাহনী।’
সুজনের দাবি, ‘আমাকে এ খবরটি জানাননি আবাহনীর বর্তমান ক্রিকেট কর্তাদের কেউ।’
বলে রাখা ভাল, খেলোয়াড়ী জীবনে ৮০ ও ৯০ দশকের দুই প্রধান দল মোহামেডান-আবাহনী দুই ক্লাবেই খেলেছেন খালেদ মাহমুদ সুজন। ব্রাদার্স ইউনিয়ন আর বিমানের হয়েও খেলেছেন এ পেস বোলিং অলরাউন্ডার। খেলা ছাড়ার পর পুরোদস্তুর কোচিংয়ে মনোনিবেশ করেন এবং সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করেন।
প্রাইম ব্যাংককে এক বছর কোচিং করিয়েছেন। ২০১৫ সালের বিশ্বকাপের আগে ২০১৪-২০১৫ প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছিল সুজনের কোচিংয়ে।
তবে আবাহনীর কোচ হিসেবে সুজনের সাফল্য আকাশছোঁয়া। শেষ ১১ লিগে আবাহনীর কোচিং করানো জাতীয় দলের এ সাবেক টিম ডিরেক্টর ৮ বার লিগ শিরোপাজয়ী। এছাড়া শেষ ৪ লিগে তিনবার লিগ ট্রফি বিজয়ী আবাহনীর কোচও ছিলেন সুজন। এবার তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে আবাহনী ম্যানেজমেন্ট।
এআরবি/আইএইচএস/