একযুগ পর শাবিপ্রবি ছাত্রদলের কর্মীসভা

6 hours ago 4

দীর্ঘ একযুগ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পিডিবি’র টংয়ের সামনে মঞ্চ বানিয়ে এ কর্মীসভা করেন পদপ্রত্যাশী নেতারা। এতে কেন্দ্রীয় ছাত্রদল ও সিলেটের ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।

শাখা ছাত্রদলের সভাপতি এম এ রাকিবের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি অলিউজ্জামান সোহেল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল আমিনুল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু হান্নান তালুকদার ও সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি।

প্রধান অতিথির বক্তব্যে অলিউজ্জামান সোহেল বলেন, ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল কাজ করে যাবে। ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশে যতগুলো বিপদ ও ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে, ছাত্রদল সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানেও জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল।

একযুগ পর শাবিপ্রবি ছাত্রদলের কর্মীসভা

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ কর্মীসভার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। শত শত নেতার মধ্যে আমরা যোগ্য নেতৃত্ব সিলেক্ট করবো। এর মধ্যে আপনারা কাঙ্ক্ষিত পদ নাও পেতে পারেন, এজন্য মন খারাপ করবেন না। আপনারা একে অন্যের ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে এমনভাবে এই ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি প্রতিষ্ঠা করবেন, যাতে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের ওপর আস্থা রাখতে বাধ্য হয়।

কর্মীসভায় শাবি ছাত্রদল নেতা রাহাত জামান, নাঈম সরকার, নাজমুস সাকিব ও জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সদস্য ফরম বিতরণ করেন অতিথিরা।

দলীয় ব্যানারে শাবিপ্রবিতে রাজনৈতিক কার্যক্রম নিষেধ থাকায় ক্যাম্পাসের বাইরে এ সভার আয়োজন করে ছাত্রদল। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সালে সর্বশেষ কর্মীসভা করেছিল সংগঠনটি।

নাঈম আহমদ শুভ/এফএ/এমএস

Read Entire Article