মাত্র একরাতে ইউক্রেনের ৪৬ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, এর মধ্যে বেশিরভাগ ড্রোন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ৪১টি ড্রোন বেলগোরোদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে, বাকিগুলো ভূপাতিত করা হয়েছে ব্রিয়ানস্ক, কুরস্ক ও ওরিওল অঞ্চলে।
আরও পড়ুন>>
- ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত না করার ‘কঠিন’ নিশ্চয়তা চায় রাশিয়া
- কুরস্ক অঞ্চলের সবচেয়ে বড় শহরের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি রাশিয়ার
- চীনের কড়াকড়িতে ড্রোন সংকটে ইউক্রেন
বেলগোরোদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, এই হামলায় একজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, তার এলাকায় হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এই হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কিয়েভ আগে থেকেই বলে আসছে, রাশিয়ার অভ্যন্তরে তাদের হামলার লক্ষ্য হচ্ছে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা। তাদের দাবি, এই হামলাগুলো মূলত মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার জন্য চালানো হচ্ছে এবং রাশিয়ার টানা বোমা হামলার জবাব হিসেবেই ইউক্রেন এসব চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স
কেএএ/