একসঙ্গে ফেরা হচ্ছে না জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটের

2 months ago 33

হলিউডের মস্ত বড় দুই তারকা জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট। ক্যারিয়ারজুড়ে বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তারা দর্শকের মন মজিয়েছেন। বিশ্বজুড়ে যেমন পেয়েছেন প্রশংসা-পরিচিতি তেমনি পুরস্কার ও স্বীকৃতির মুকুটে যোগ করেছেন অনেক সাফল্যের পালক।

দর্শক এই কিংবদন্তি দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখার সুযোগ পেয়েছেন চলতি বছরে মুক্তি পাওয়া ‘উল্ফস’ সিনেমায়। অ্যাপল টিভির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন জন ওয়াটস। তিনি ‘স্পাইডারম্যান’ ট্রিলজি পরিচালনার জন্য বিখ্যাত। ‘উল্ফস’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জর্জ ক্লুনি এবং ব্র্যাড পিট।

শোনা যাচ্ছিল, প্রথমটির সাফল্যের পর আবারও ‘উল্ফস ২’ নিয়ে পর্দায় ফিরবেন ক্লুনি ও পিট। অ্যাপল পরিচালক জন ওয়াটসের সঙ্গে সিনেমাটির সিক্যুয়েল তৈরির জন্য চুক্তি করেছিল। কিন্তু সেই সিক্যুয়েলটির পরিকল্পনা বাতিল করা হয়েছে। এই খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।

জন ওয়াটস শুক্রবার একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি না পরবর্তী কি পরিচালনা করব। তবে আমি মনে করি, উল্ফসের সিক্যুয়েলটি হবে না।’

তার এই মন্তব্যের পরে, ভ্যারাইটি নিশ্চিত করেছে যে সিক্যুয়েলটির পরিকল্পনা বন্ধ করা হয়েছে। তবে এ নিয়ে অ্যাপল টিভি+ এখনো মন্তব্য করেনি।

‘উল্ফস’ সিনেমার প্রিমিয়ার হয় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি অ্যাপল টিভি+ এর ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সিনেমা হয়ে ওঠে।

এলএ/জেআইএম

Read Entire Article