একসময় হোটেলে বাসন ধুতেন, এখন ১৪৯ কোটির মালিক!

পর্দার সামনে তাদের চকচকে জীবন দেখে আমরা মুগ্ধ হই। কিন্তু সেই জৌলুসের আড়ালে লুকিয়ে থাকে এক-একটি কঠিন সংগ্রামের গল্প। শূন্য থেকে শিখরে ওঠার তেমনই এক অবিশ্বাস্য গল্পের নায়ক বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র। আজ যাকে দর্শক একজন শক্তিশালী ও সফল অভিনেতা হিসেবে চেনেন, একসময় পেটের তাগিদে তাকেই ধুতে হয়েছে হোটেলের বাসন, বিক্রি করতে হয়েছে রাস্তার ধারে অমলেট। হতাশা, ঋষিকেশ ও ১৫০ টাকার সংগ্রাম কক্যারিয়ারের একপর্যায়ে ভয়াবহ সংকটে পড়েন সঞ্জয় মিশ্র। অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে মুম্বাই ছেড়ে চলে যান ঋষিকেশে। সেখানে জীবন চালাতে রাস্তার ধারে অমলেট বানাতেন। কখনো কখনো হোটেলে থালা-বাসন ধুয়ে রোজগার করেছেন। জানা যায়, তখন ৫০টি কাপ ধোয়ার বিনিময়ে তিনি পেতেন মাত্র ১৫০ রুপি। এই চরম আর্থিক কষ্টের মধ্যেই তার জীবনে নেমে আসে বাবার মৃত্যুর শোক। ব্যক্তিগত ও পেশাগত জীবনের সেই গভীর অন্ধকারে প্রায় হার মানতে বসেছিলেন এই অভিনেতা। রোহিত শেঠির হাত ধরে ঘুরে দাঁড়ানো ভাগ্য সুপ্রসন্ন হতে সময় নেয়নি। জীবনের ঠিক সেই ক্রান্তিলগ্নেই পরিচালক রোহিত শেঠির কাছ থেকে ডাক আসে ‘অল দ্য বেস্ট’ ছবির জন্য। চরিত্রটি ছোট হলেও, এটিই সঞ্জয় মিশ্রর মনে অভ

একসময় হোটেলে বাসন ধুতেন, এখন ১৪৯ কোটির মালিক!
পর্দার সামনে তাদের চকচকে জীবন দেখে আমরা মুগ্ধ হই। কিন্তু সেই জৌলুসের আড়ালে লুকিয়ে থাকে এক-একটি কঠিন সংগ্রামের গল্প। শূন্য থেকে শিখরে ওঠার তেমনই এক অবিশ্বাস্য গল্পের নায়ক বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র। আজ যাকে দর্শক একজন শক্তিশালী ও সফল অভিনেতা হিসেবে চেনেন, একসময় পেটের তাগিদে তাকেই ধুতে হয়েছে হোটেলের বাসন, বিক্রি করতে হয়েছে রাস্তার ধারে অমলেট। হতাশা, ঋষিকেশ ও ১৫০ টাকার সংগ্রাম কক্যারিয়ারের একপর্যায়ে ভয়াবহ সংকটে পড়েন সঞ্জয় মিশ্র। অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে মুম্বাই ছেড়ে চলে যান ঋষিকেশে। সেখানে জীবন চালাতে রাস্তার ধারে অমলেট বানাতেন। কখনো কখনো হোটেলে থালা-বাসন ধুয়ে রোজগার করেছেন। জানা যায়, তখন ৫০টি কাপ ধোয়ার বিনিময়ে তিনি পেতেন মাত্র ১৫০ রুপি। এই চরম আর্থিক কষ্টের মধ্যেই তার জীবনে নেমে আসে বাবার মৃত্যুর শোক। ব্যক্তিগত ও পেশাগত জীবনের সেই গভীর অন্ধকারে প্রায় হার মানতে বসেছিলেন এই অভিনেতা। রোহিত শেঠির হাত ধরে ঘুরে দাঁড়ানো ভাগ্য সুপ্রসন্ন হতে সময় নেয়নি। জীবনের ঠিক সেই ক্রান্তিলগ্নেই পরিচালক রোহিত শেঠির কাছ থেকে ডাক আসে ‘অল দ্য বেস্ট’ ছবির জন্য। চরিত্রটি ছোট হলেও, এটিই সঞ্জয় মিশ্রর মনে অভিনয়ের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০ ছবির মাইলফলক ও আকাশছোঁয়া সাফল্য ধীরে ধীরে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সঞ্জয়। ক্যারিয়ারে ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘আঁখো দেখি’, ‘মাসান’, ‘কামিয়াব’, ‘ভাধ’ কিংবা ‘কাদভি হাওয়া’র মতো সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আবার ‘ভুল ভুলাইয়া ২’, ‘সন অফ সর্দার’-এর মতো বাণিজ্যিক ছবিতেও তিনি দর্শকদের হাসিয়েছেন। আজ তিনি কোটিপতি সংগ্রাম পেরিয়ে আজ সঞ্জয় মিশ্র শুধুই সফল অভিনেতা নন, তিনি একজন কোটিপতি তারকা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪৯ কোটি রুপি। সম্প্রতি তিনি মুম্বাইয়ের অভিজাত এলাকা মাধ দ্বীপে ৪.৯৫ কোটি রুপিতে একটি সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এই ফ্ল্যাটের জন্য তিনি প্রায় ২৮.৫ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি দিয়েছেন। এখন তার প্রতিবেশীদের তালিকায় রয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান ও আয়ুষ্মান খুরানার মতো তারকারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow