একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

2 weeks ago 12

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একাত্তরে আওয়ামী লীগ পালিয়েছে, পঁচাত্তরেও পালিয়েছিল, এবারও পালিয়েছে। আওয়ামী লীগ সব সময়ই পালায়।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় বিএনপির সম্মেলনে টুকু বলেন, বাংলাদেশের প্রতিটি দুর্যোগে হাজির হয়েছিলেন জিয়াউর রহমান। একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণে মানুষ যখন দিশেহারা, ২৬ মার্চ রাতে তারা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ করে, সেদিন আমিও অস্ত্র হাতে নিয়েছিলাম। আমি তখন যুবক, একটি থ্রি নট থ্রি হাতে নিয়ে গুলি করেছিলাম।

এ সম্মেলনের উদ্বোধন করেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, দেশের লাখ লাখ কোটি টাকা মেরে দিয়ে শেখ হাসিনার পরিবার, দলের নেতারা পালিয়ে গেছে।

শেখ হাসিনা নিজে বলেছেন তার পিয়ন নাকি চারশ কোটি টাকার মালিক! হেলিকপ্টার ছাড়া চলে না। পিয়ন যদি চারশ কোটি টাকার মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত কোটি টাকার মালিক! শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে চুরি করা টাকা খরচ করে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সোহেল বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ বিক্রি করে কেউ অপকর্ম করবেন না। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Read Entire Article