একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

21 hours ago 10
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় ভর্তি কমিটি জানিয়েছে, চতুর্থ ও সর্বশেষ পর্যায়ে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। আগের তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবেদন ও ভর্তি প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ২৫-২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এরপর নির্বাচিতদের ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি হতে হবে। শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd -এ গিয়ে পূর্ণাঙ্গ নির্দেশিকা দেখে আবেদন করতে হবে। আবেদন করার সময় ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বেছে নিতে হবে। কারা আবেদন করতে পারবে? শেষ ধাপে আবেদন করতে পারবে— যারা আগে কোনো ধাপে আবেদন করেনি। আবেদন করলেও কলেজ সিলেকশন পায়নি। চূড়ান্ত মনোনয়ন পেলেও সময়মতো ভর্তি বা নিশ্চায়ন করতে পারেনি।  
Read Entire Article