একাধিক দাবি নিয়ে প্রকাশকদের মানববন্ধন

2 months ago 33

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির প্রকাশকরা বেশ কিছু দাবি নিয়ে মানববন্ধন করেছেন। ২৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে করা মানববন্ধনে তারা এসব দাবি করেন।

প্রকাশকরা জানান, অমর একুশে বইমেলার স্টল ভাড়া অর্ধেক কমানো, প্যাভিলিয়ন বাতিল, কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির রোধ, দালাল প্রকাশকদের বিচার এবং তাদের লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

বক্তারা অমর একুশের বইমেলা ২০২৫-এ ফ্যাসিবাদ প্রকাশকদের লুটপাটের নামে প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল ও লেখকদের বর্জনের দাবি জানান।

তারা বলেন, ‘জুলাই বিপ্লবে স্বৈরাচার পালালেও তাদের দোসররা এখনো বিভিন্ন ভাবে বিপ্লবীদের পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন অফিসে সুকৌশলে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে কাজ করছে।’

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি, পাবলিক লাইব্রেরিতে কর্মরত স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। সরকারের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া হচ্ছে স্বৈরাচারের দালালদের। তারা ঘাপটি মেরে ষড়যন্ত্রে মেতেছে প্রায় সর্বত্র।’

প্রকাশকরা স্বৈরাচারের দালাল লুটপাটকারী প্রকাশকসহ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর নামে শত শত কোটি টাকা লুটপাটকারীদের বিচার দাবি করেন। কাগজের অস্বাভাবিক মূল্য কমিয়ে আপামর প্রকাশক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে আনার দাবিও জানান।

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন দেলোয়ার হাসান, মো. হেলাল উদ্দিন, শিহাব বাহাদুর, জামাল উদ্দিন, মশিউর রহমান, মো. মনিরুজ্জামান, শরিফুল হক শাহজি, মহিউদ্দিন কলি, মামুন সারোয়ার, মুর্শেদ আলম হৃদয় ও সাইফুল ফারুকী প্রমুখ।

এসইউ/এএসএম

Read Entire Article