এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহনসংক্রান্ত দাবির আরও একটি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এখন থেকে শিক্ষার্থীদের জন্য এক্সপ্রেসওয়েতে বাস চলাচলে আর কোনো টোল দিতে হবে না।  বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ডাকসুর হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছাত্র সংসদের নেতারা।  সংবাদ সম্মেলনে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী পরিবহন খাতে একাধিক কাজ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং আরও কিছু কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে তরঙ্গ বাস রুটে অতিরিক্ত দুটি ট্রিপ (একটি আপ ও একটি ডাউন) বসিলা ব্রিজ পার হয়ে পরবর্তী স্টপেজ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই এ সেবা শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে অর্থাৎ রোববার থেকে নিয়মিত সকাল ও বিকেল দুটি সময়েই বাস চলবে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনের সবচেয়ে দীর্ঘ বাস রুট হলো কণিকা, যেটি উত্তরা-টঙ্গী হয়ে শিববাড়ি পর্যন্ত যে বাসটি চলে (আপ ও ডাউন), দীর্ঘ যানজটের কারণে এই রুটের বাসগুলো নিয়মিত এক্সপ্রেসওয়ে ব্যবহার করার প্রয়োজনীয়

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহনসংক্রান্ত দাবির আরও একটি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এখন থেকে শিক্ষার্থীদের জন্য এক্সপ্রেসওয়েতে বাস চলাচলে আর কোনো টোল দিতে হবে না।  বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ডাকসুর হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছাত্র সংসদের নেতারা।  সংবাদ সম্মেলনে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী পরিবহন খাতে একাধিক কাজ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং আরও কিছু কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে তরঙ্গ বাস রুটে অতিরিক্ত দুটি ট্রিপ (একটি আপ ও একটি ডাউন) বসিলা ব্রিজ পার হয়ে পরবর্তী স্টপেজ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই এ সেবা শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে অর্থাৎ রোববার থেকে নিয়মিত সকাল ও বিকেল দুটি সময়েই বাস চলবে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনের সবচেয়ে দীর্ঘ বাস রুট হলো কণিকা, যেটি উত্তরা-টঙ্গী হয়ে শিববাড়ি পর্যন্ত যে বাসটি চলে (আপ ও ডাউন), দীর্ঘ যানজটের কারণে এই রুটের বাসগুলো নিয়মিত এক্সপ্রেসওয়ে ব্যবহার করার প্রয়োজনীয়তা থাকলেও এটি টোল আওতামুক্ত না হওয়ায় এতদিন শিক্ষার্থীদের কাছ থেকে টোল আদায় করা হতো। এক্সপ্রেসওয়েতে টোল মওকুফ করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ আলোচনা ও প্রচেষ্টার পর আজ থেকে শিক্ষার্থীদের জন্য এ টোল সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। টোল বাবদ প্রয়োজনীয় অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমন্বয় করা হবে। এক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ বা চাঁদা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে নেবে না। আসিফ আব্দুল্লাহ বলেন, খুব শিগগিরই শনিবারের বাস সার্ভিস চালুরও প্রস্তুতি চলছে। পাশাপাশি কুমিল্লা-ভাঙ্গা কেন্দ্রিক বাস সেবার যে দাবি, আমাদের যে ইশতেহার, সেই অনুযায়ী আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং এর খসড়াও প্রস্তুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস, ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগগুলো বাস্তবায়নের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, শাহিনুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাস রুটের সভাপতি, সেক্রেটারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow