এক্সের বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ ইমরান খানের সাবেক স্ত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। তিনি অভিযোগ করেন, ইমরান খানের কারাবাস ও জেলে তার অবস্থার বিষয়ে দেওয়া পোস্টগুলো ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। শনিবার (১৩ ডিসেম্বর) দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  শুক্রবার ইলন মাস্ককে উদ্দেশ করে দেওয়া এক পোস্টে জেমাইমা বলেন, ইমরান খানের আইনি লড়াই ও কারাগারের পরিস্থিতি নিয়ে তার লেখা আপডেটগুলো জনগণের কাছে পৌঁছায় না। এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি কথা বলার জন্য এক্সই এখন শেষ অবশিষ্ট প্ল্যাটফর্ম বলে দাবি করেন তিনি। জেমাইমার দাবি, ইমরান খানকে গত ২২ মাস ধরে বেআইনিভাবে একাকী কারাবাসে রাখা হয়েছে। এ সময় তাদের দুই ছেলেকেও বাবার সঙ্গে দেখা করা বা এমনকি যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, একজন মৌলিক মানবাধিকারবঞ্চিত রাজনৈতিক বন্দির দুর্দশার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন তার পোস্টগুলোর দৃশ্যমানতা (রিচ) পাকিস্তানসহ আন্তর্জাতিক পর্যায়েও প

এক্সের বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ ইমরান খানের সাবেক স্ত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। তিনি অভিযোগ করেন, ইমরান খানের কারাবাস ও জেলে তার অবস্থার বিষয়ে দেওয়া পোস্টগুলো ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছে না।

শনিবার (১৩ ডিসেম্বর) দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

শুক্রবার ইলন মাস্ককে উদ্দেশ করে দেওয়া এক পোস্টে জেমাইমা বলেন, ইমরান খানের আইনি লড়াই ও কারাগারের পরিস্থিতি নিয়ে তার লেখা আপডেটগুলো জনগণের কাছে পৌঁছায় না। এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি কথা বলার জন্য এক্সই এখন শেষ অবশিষ্ট প্ল্যাটফর্ম বলে দাবি করেন তিনি।

জেমাইমার দাবি, ইমরান খানকে গত ২২ মাস ধরে বেআইনিভাবে একাকী কারাবাসে রাখা হয়েছে। এ সময় তাদের দুই ছেলেকেও বাবার সঙ্গে দেখা করা বা এমনকি যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।

তিনি বলেন, একজন মৌলিক মানবাধিকারবঞ্চিত রাজনৈতিক বন্দির দুর্দশার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন তার পোস্টগুলোর দৃশ্যমানতা (রিচ) পাকিস্তানসহ আন্তর্জাতিক পর্যায়েও প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ইলন মাস্ককে সরাসরি উদ্দেশ করে জেমাইমা লেখেন, আপনি মতপ্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘কথা বলার স্বাধীনতা, কিন্তু কেউ শুনবে না’ এমন কিছুর নয়।

তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তানি কর্তৃপক্ষ আগে তার ছেলেদের ইমরান খানের সঙ্গে কথা বলতে বাধা দিয়েছে এবং পাকিস্তানে গেলে গ্রেপ্তারের হুমকিও দিয়েছে। পাকিস্তানের টেলিভিশন ও রেডিওতে এখনো ইমরান খানের নাম নিষিদ্ধ, ফলে ডিজিটাল প্ল্যাটফর্মই পরিবার ও সমর্থকদের একমাত্র ভরসা।

জেমাইমা ইলন মাস্ককে তার অ্যাকাউন্টে আরোপিত কথিত অ্যালগরিদমিক ফিল্টার সরিয়ে নিতে অনুরোধ করেছেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ বৈধ রাজনৈতিক মতপ্রকাশ সুরক্ষার বিষয়ে মাস্কের বারবার দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেমাইমা গোল্ডস্মিথের অভিযোগের বিষয়ে এক্স কর্তৃপক্ষ কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow