এখন অনেকটা সুস্থ ফখরুল

3 weeks ago 10

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। তিনি এখন অনেকটা সুস্থতা বোধ করছেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সাভার সিএমএইচ নিয়ে যাওয়া হয়।

জাতীয় স্মৃতিসৌধে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন ফখরুল

সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক বিএনপি মহাসচিবের খোঁজ-খবর নিতে সেখানে গিয়েছেন। সিএমএইচে মির্জা ফখরুলের কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সেখানে তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

কেএইচ/জেএইচ/জেআইএম

Read Entire Article