ঢাকাই সিনেমার খ্যাতিমান খল অভিনেতা মিশা সওদাগরের গত ১৫ মে যুক্তরাষ্ট্রে লিগামেনট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এরপর থেকে তিনি বিশ্রামে রয়েছেন। তিনি দেশের বাইরে থাকায় তার শারীরিক অবস্থার খবর তার অনুরাগীরা জানতে পারছেন না। সবাই তাকে নিয়ে বেশ চিন্তিত রয়েছেন। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে মিশা সওদার নিজেই শারীরিক অবস্থার কথা জানিয়ে তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন।
মিশা সওদাগর এ ভিডিও বার্তায় বলেন, অপারেশনের পরে আজ (২৮ মে) চিকিৎসকের কাছে এসেছি। তারা সব কিছু দেখে বলেছেন, অপারশেনের পর ফিজিও থেরাপি নেওয়াসহ সব বিষয়গুলো ভালোভাবেই চলছে। আমার চিকিৎসা সঠিকভাবেই এগুচ্ছে। আমাকে আরও বেশ কিছুদিন ফিজিও থেরাপি নিতে হবে। দুই মাসের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো-এমনটাও জানিয়েছেন চিকিৎসকেরা।
মিশা তার অনুরাগীদের কাছে দোয়া চেয়ে বলেন, আমি আমার জীবনের ৩৫ থেকে ৪০ বছর সেবা দিয়ে গেছি। আমি জীবনে একটা জিনিসই পেয়েছি আপনাদের কাছ থেকে তা হচ্ছে- ভালোবাসা ও দোয়া। আমি সবার ভালোবাসা নিয়েই থাকতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।
তিনি আরও বলেন, ‘প্রিয় দেশবাসী আমি সুস্থ আছি সুন্দর আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ফেইক কোনো কিছুতে বিশ্বাস করবেন না। আমার পরিবারের জন্যও দোয়া করবেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় গত ১৪ মে রাত থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গ্রুপে শেয়ার করা এ ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, এটি মিশা সওদাগরকে মারধরের ভিডিও। এতে আরও দাবি করা হয় মিশা সওদাগর মবর আক্রমণের শিকার হয়েছেন। একদল উত্তেজিত তাকে রাস্তায় মারধর করেছেন। এ দৃশ্য দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে।
এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এটি দেখে তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। কেউ কেউ মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ অভিনেতা।
কিন্তু অভিনেতা মিশাকে মারধরের ভিডিওটি মোটেই সত্যি নয়। মিশার নাম করে ভুয়া এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবেও মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্যি। জানা গেছে, এ অভিনেতা হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছবিটি সেই হাসপাতাল থেকে তোলা।
মিশা সওদাগার প্রায় ৯ বছর আগে মিসড কল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সে সময়ে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে অভিনয়েও ফিরেছিলেন তিনি। তবে আবারও সেই একই স্থানে আঘাত পান এ অভিনেতা। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।
- আরও পড়ুন
- অস্ত্রোপচারের পর কেমন আছেন মিশা সওদাগর
- মিশাকে মারধরের নামে ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল
মিশা সওদাগর ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি নির্মিত মিসড কল সিনেমায় অভিনয় করেছিলেন। এতে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করার সময় পায়ে ব্যথা পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানান।
এমএমএফ/জিকেএস

4 months ago
16









English (US) ·