এখনো পানির নিচে ফেনী শহরের প্রধান সড়ক

2 months ago 10

টানা বর্ষণে ফেনী শহরের প্রধান প্রধান সড়ক এখনো পানির নিচে। বুধবার (৯ জুলাই) দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ২-৩ ফুট ওপর দিয়ে পানি গড়িয়ে যেতে দেখা গেছে। তবে দ্রুত পানি সরাতে কাজ করছেন ফেনী পৌর প্রশাসকসহ কর্মকর্তারা।

ফেনী পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, শহরের দ্বিতীয় প্রধান সড়ক শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় সুপার মার্কেট, পুলিশ ফাঁড়ি, ডা. হায়দার হাসপাতাল সড়ক, এসি মার্কেটের সামনে, পুলিশ কোয়ার্টার রাস্তার মাথা, পানি উন্নয়ন বোর্ড, স্টার লাইন বাস টার্মিনাল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ পুরো সড়ক জুড়ে পানি রয়েছে। পানির মধ্যে বিভিন্ন যানবাহনে করে ঝুঁকে নিয়ে চলাচল করছে মানুষ।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সোমবার বিকেল থেকে ভারী বৃষ্টি শুরু হয়। বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত ভারী বৃষ্টির কারণে ফেনী শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের অলি-গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফেনী পৌর এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ ধরনের জলাবদ্ধতা হচ্ছে। তারপরও আমরা মাঠে থেকে দিন-রাত কাজ করে যাচ্ছি। কয়েক ঘণ্টা বৃষ্টি বন্ধ থাকলে পানি নেমে যাবে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ফেনীতে বৃষ্টির কারণে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কে পানি জমে আছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠার খবর আমাদের হাতে এসেছে। এমতাবস্থায় ফেনীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অর্ধ বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস

Read Entire Article