এগারো মাদক মামলার আসামি সাদ্দাম হেরোইনসহ গ্রেফতার

1 month ago 14

রাজধানীর সবুজবাগ থেকে হেরোইনসহ এগারো মাদক মামলার আসামি সাদ্দামকে (৩৬) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।

বুধবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিট নাগাদ সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বুধবার সকালে থানা এলাকায় বিশেষ অভিযান করাকালে থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, বাসাবো এলাকার নাভানা সিলভার ডেল এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

রেকর্ডপত্র পর্যালোচনার তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার সাদ্দাম একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় নয়টি ও সবুজবাগ থানায় দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/এএমএ

Read Entire Article