‘এগুলো আমার শেষদিকের ম্যাচ’, ফাইনালে উঠে বললেন মেসি

3 months ago 32

ম্যাচের আগে লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, পুরোপুরি ফিট না হলেও তিনি খেলাবেন লিওনেল মেসিকে। আর্জেন্টিনা কোচ নিশ্চিত ছিলেন, সেরাটা তিনি পাবেন তবুও। কানাডার বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনালে স্কালোনির কথাকেই যেন বাস্তবে প্রমাণ করেছেন মেসি।

এবারের কোপা আমেরিকায় নিজের প্রথম গোল পেয়েছেন। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। এ নিয়ে টানা দশটি টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে গোল পেলেন মেসি। এবারের কোপা আমেরিকায় আরও এক বড় শিরোপার খুব কাছে পৌঁছে গেছে আর্জেন্টিনা।

দলের এমন কীর্তির পর শেষের ইঙ্গিত দিয়ে রেখেছেন মেসি। তিনি বলেন, ‘জানি এগুলো আমার শেষদিকের লড়াই। আমি এগুলো পুরোপুরি উপভোগ করছি। আবার ফাইনালে আসাটা সহজ ছিল না। আমাদের উপভোগ করতে হবে, প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে।’

টানা তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা ও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। সবমিলিয়ে সবশেষ আটটি টুর্নামেন্টের ছয়টিতেই ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। এই পথ যে সহজ ছিল না, কানাডার বিপক্ষে সেমিফাইনালের পর মনে করিয়ে দেন মেসি।

তিনি বলেন, ‘এই দলটা যা করেছে, এটা পাগলামী; আর্জেন্টিনা জাতীয় দল যা করছে তাও। এটার পর, অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের, যারা পুরোনো প্রজন্মের ছিল।’

এবারের কোপা আমেরিকা নিয়ে মেসি বলেন, ‘এই কোপা আমেরিকা সহজ ছিল না। বেশ কঠিন, ভারি তাপমাত্রা ছিল। আমরা আরও একটা ফাইনালে উঠেছি, এই ফ্যাক্টটা হাইলাইট হওয়া উচিত।’

আইএইচএস/এএসএম

Read Entire Article