মিরপুর শেরে বাংলার উইকেট নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। এই উইকেটের কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। সোমবার (১১ আগস্ট) মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন তিনি। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান হেমিং।
উইকেটের পাশে পুঁইশাক পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম... বিস্তারিত