এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

5 hours ago 8
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ যেন নিজের মনের কথাই বলে ফেললেন। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর পর আর্জেন্টাইন এই মিডফিল্ডার এক গেমিং সেশনে রিয়াল মাদ্রিদের নাম উচ্চারণ করলেন এমন ভঙ্গিতে, যা স্প্যানিশ গণমাধ্যমে তার সম্ভাব্য ট্রান্সফার গুঞ্জনকে আরও জোরালো করেছে। ক্লাব বিশ্বকাপ জয়ের পর দুর্দান্ত এক মৌসুম কাটানো এনজো ফার্নান্দেজকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপীয় সংবাদমাধ্যমে সরগরম আলোচনা চলছে। প্রায় ১৫০ মিলিয়ন ডলারের সম্ভাব্য ট্রান্সফার ফি নিয়েও খবর বেরিয়েছে। আর এমন সময়েই এক স্ট্রিমারের সঙ্গে গেম খেলার সময় ফার্নান্দেজের সেই মন্তব্য ভক্তদের কৌতূহল বাড়িয়েছে বহুগুণে। স্ট্রিমার দাভো জেনেইজের সঙ্গে লাইভে একটি ভার্চুয়াল দল বানানোর খেলায় অংশ নিয়েছিলেন এনজো। নিয়ম ছিল রুলেট ঘুরিয়ে যেই ক্লাবের নাম আসবে, সেখান থেকে একজন খেলোয়াড় বেছে নেওয়া। শেষ রাউন্ডে রুলেট ঘোরানোর আগে দাভো জিজ্ঞেস করলেন, — ‘কোন দল চান এবার?’ মুচকি হেসে উত্তর দিলেন এনজো, — ‘মাদ্রিদ।’ স্ট্রিমার বিস্ময় নিয়ে বললেন, ‘এখনও তো মাদ্রিদ পাননি, নিশ্চয়ই অপেক্ষা করছেন।” এনজোর সোজা উত্তর, “অবশ্যই।” মুহূর্তটা এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে, অনেকেই তা এড়িয়ে গেলেও, অন্যরা মনে করছেন এটি এক প্রকার ‘ইঙ্গিত’ রিয়াল মাদ্রিদের প্রতি। চেলসির হয়ে কেন্দ্রীয় মাঝমাঠে নির্ভরযোগ্যতা গড়ে তোলা এনজো ফার্নান্দেজকে চাইবেন না এমন ক্লাব খুব কমই আছে। তবে তিনি যদি সত্যিই মাদ্রিদের স্বপ্নে ভাসেন, তবে সেটা ইউরোপের আগামী বড় ট্রান্সফার কাহিনির সূচনা হতে পারে।
Read Entire Article