এনসিএলের প্রথম শিরোপা রংপুরের ঘরে

2 weeks ago 15

ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানে গুঁটিয়ে যায় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর। 

সহজ লক্ষ্য তাড়া করতে শুরুতেই হোচট খায় রংপুর। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মামুন। ৩ বল খেলে খালি হাতে ফেরেন নাইম হাসান। ১৮ বলে ৯ রান করে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আর অধিনায়ক আকবর আলী শূন্য রানে আউট হলে দলীয় ১৮ রানে ৪ উইকেট হারায় রংপুর। তবে ১১ বলে ১৪ রান করে দল জয়ের পথে এগিয়ে নেন আরিফুল হক। শেষ পর্যন্ত তানভীর হায়দারের ৮ রান এবং এনামুল হকের অপরাজিত ১৪ রানে ভর করে ৫২ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর।

এর আগে, ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। ১৬ ওভার ৩ বল খেলে মাত্র ৬২ রান তুলতে পেরেছে রাজধানীর দলটি। সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলে শামসুর রহমান শুভ এবং ১৩ রান করেন আবু হায়দার রনি।

রংপুরের হয়ে মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও রবিউল হক, মোহাম্মদ রিজওয়ান এবং আরিফ আহমেদ একটি করে উইকেট নেন।  

Read Entire Article