এনসিপি সদস্য সচিব আখতারকে হত্যার হুমকি

3 months ago 103

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকযোগে পাঠানো একটি চিঠিতে তাকে এ হুমকি দেওয়া হয়।

শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির এ নেতা।

ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেছেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। চিঠিটা ডাকপিয়ন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।

তিনি আরও লিখেছেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইন শাআল্লাহ। আল্লাহ ভরসা।

এনএস/এমএএইচ/

Read Entire Article