এনসিপিকে বয়কট করলেন হাত হারানো সেই জুলাইযোদ্ধা আতিক

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এনসিপিকে বয়কটের ঘোষণা দেন। ভিডিও বার্তায় আতিক বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে–পেচিয়ে মিথ্যাগুলোকে আড়াল করার চেষ্টা করছে।” তিনি অভিযোগ করেন, এনসিপি ‘মত প্রকাশের স্বাধীনতা’র কথা বললেও বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করায় তারা অবস্থান স্পষ্ট করেনি। আতিক বলেন, “মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, কিন্তু তাই বলে আল্লাহ তায়ালা বা তাঁর রাসূল (সা.) সম্পর্কে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আমি এটি মেনে নিতে পারি না।” তিনি আরও জানান, এনসিপি ভুল স্বীকার করে তওবা না করা পর্যন্ত তিনি দলের সব ধরনের কার্যক্রম বয়কট করবেন। আতিকের ভাষায়, “যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।”

এনসিপিকে বয়কট করলেন হাত হারানো সেই জুলাইযোদ্ধা আতিক

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এনসিপিকে বয়কটের ঘোষণা দেন।

ভিডিও বার্তায় আতিক বলেন, “আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে–পেচিয়ে মিথ্যাগুলোকে আড়াল করার চেষ্টা করছে।”

তিনি অভিযোগ করেন, এনসিপি ‘মত প্রকাশের স্বাধীনতা’র কথা বললেও বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করায় তারা অবস্থান স্পষ্ট করেনি। আতিক বলেন, “মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, কিন্তু তাই বলে আল্লাহ তায়ালা বা তাঁর রাসূল (সা.) সম্পর্কে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আমি এটি মেনে নিতে পারি না।”

তিনি আরও জানান, এনসিপি ভুল স্বীকার করে তওবা না করা পর্যন্ত তিনি দলের সব ধরনের কার্যক্রম বয়কট করবেন। আতিকের ভাষায়, “যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow