এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা

জাসদের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক ঘোষণার প্রতিবাদে দলটির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাইবান্ধা পৌরসভার থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়টিতে তালা দেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিম, যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, আব্দুল্লাহ জিসান ও মেহেদী হাসান। নেতাদের অভিযোগ, জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রাম ও যোদ্ধাদের প্রতি অবমাননা করেই খাদেমুল ইসলাম খুদিকে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাঁরা দাবি করেন, খুদি অতীতে আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। এরই প্রতিবাদে তারা কার্যালয়ে তালা ঝুলিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা বলেন, ‘জুলাই যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা জানতে কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, জেলা আহ্বায়ক ফিয়াদুর রহমান দিবস ও উত্

এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা

জাসদের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক ঘোষণার প্রতিবাদে দলটির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাইবান্ধা পৌরসভার থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়টিতে তালা দেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিম, যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, আব্দুল্লাহ জিসান ও মেহেদী হাসান।

নেতাদের অভিযোগ, জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রাম ও যোদ্ধাদের প্রতি অবমাননা করেই খাদেমুল ইসলাম খুদিকে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাঁরা দাবি করেন, খুদি অতীতে আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। এরই প্রতিবাদে তারা কার্যালয়ে তালা ঝুলিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা বলেন, ‘জুলাই যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা জানতে কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, জেলা আহ্বায়ক ফিয়াদুর রহমান দিবস ও উত্তরাঞ্চল সংগঠক সারজিস আলমের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আমরা কার্যালয় তালাবদ্ধ করেছি। কমিটি বাতিল এবং খাদেমুল ইসলাম খুদির গ্রেপ্তার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে খাদেমুল ইসলাম খুদি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনোদিন আওয়ামী লীগ বা তাদের দোসরদের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছি এবং দীর্ঘ রাজনৈতিক পথচলা রয়েছে। জাসদের বর্তমান অবস্থা আমার সঙ্গে যায় না বলেই জুলাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এনসিপিতে যোগ দিয়েছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow