চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় তারা সাংস্কৃতিক সংগঠন খেলাঘরের কার্যালয়েও ভাঙচুর চালান বলে খবর পাওয়া যায়।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে দোস্ত বিল্ডিংয়ে কার্যলয়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিক্ষুব্ধ এনসিপির কর্মীরা এসময় দোস্ত বিল্ডিংয়ের ৪ তলায় অবস্থিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কার্যালয়ের দরজা ভাঙচুর করেন। পরে ভেতরে থাকা আসবাবপত্র ও স্মারক ভাঙচুর করে। এসময় তারা আওয়ামী লীগ কার্যালয়ের দুই পাশে আরও দুটি সাংস্কৃতিক সংগঠনের অফিসেও ভাঙচুর চালান।
এই বিষয়ে জানতে চাইলে এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন বলেন, ‘ভবনটিতে রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে সভা করতেন। খবর পেয়ে আমরা সেখানে যাই এবং নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলি। তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে আমরা প্রমাণ পাই যে আওয়ামী লীগের কার্যক্রম চলছিল। তাই আপাতত আমরা কার্যালয়টি তালাবদ্ধ করে রেখেছি। আগামী দুই দিন ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করবো।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ বলেন, ‘আমি শুনেছি জুলাইয়ের একটি সংগঠনের কেউ সেখানে গিয়েছিল। কারা গিয়েছিল সে সম্পর্কে কেন্দ্র অবহিত আছে। তারা ব্যবস্থা নেবেন। তবে এটিতে রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যক্রম চালাতেন।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।
এমআরএএইচ/এমআইএইচএস/জিকেএস