এনসিপির যোগ্য নেতা না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই : হাসনাত 

2 months ago 21

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ালি খাঁ মোড়ে এনসিপির পথসভা শুরুর আগে দেওয়া এক বক্তব্য তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব, তাদের আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নেই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। 

তিনি বলেন, মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে, তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, তাকে আপনারা ভোট দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন প্রমুখ। 

 

Read Entire Article